North24Paragana1

Mar 21 2023, 10:50

*ইডির নজরে মডেল শ্বেতা চক্রবর্তী উত্তর ২৪*
উত্তর ২৪  পরগনা: দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন। অয়নশীলের প্রোমোটিংয়ের ব্যবসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে। শ্বেতার বাবা অরুন চক্রবর্তী জানান, শ্বেতার গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন অয়ন। সেটা স্বীকার করে নিয়ে বলেন ,কামারহাটি পৌরসভায় কর্মরত থাকার পরেও অবসর সময়ে অয়নের প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন শ্বেতা। সেই সুবাদেই গাড়ি কেনার জন্য কিছু অর্থ দিয়েছিলেন অয়ন।

North24Paragana1

Mar 21 2023, 10:47

*মুড়াগাছা মানিকডাঙ্গা রোড অঞ্চলের প্রধান রাস্তার ভগ্ন দশা*


উত্তর ২৪ পরগনা: ঘোলা থানার অন্তর্গত মুড়াগাছা মানিকডাঙ্গা রোড অঞ্চলের প্রধান রাস্তা ভগ্ন দশা কয়েক দশক ধরে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছেন পথচারীসহ গাড়ি চালক। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গতকাল রাতে  এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মুড়াগাছা মানিকডাঙ্গা রোডে। দীর্ঘ প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

North24Paragana1

Mar 21 2023, 10:43

*অয়নের দুর্নীতেতে নাম জড়ালো অবসরপ্রাপ্ত পানিহাটি পৌরসভার এক কর্মীর*


উত্তর ২৪ পরগনা: শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ অয়ন শীল কে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা দীর্ঘক্ষণ জেরা করার পর ৬০ টি পৌরসভার নাম উঠে এসেছে । এই ৬০ টি পৌরসভার মধ্যে বারাকপুর শিল্পাঞ্চলের উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি ও হালিশহর পৌরসভায় অভিযোগ অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল । পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ২০১৬ সালে কানুদা নামে একজন ৯৬ পাতার চাকরিপ্রার্থী তালিকার খসড়া পাঠিয়েছিল । খসড়া তালিকায় তার নাম ছিল। এই কানুদা নামে ব্যক্তির খোঁজ করতে গিয়ে জানা যায়,পানিহাটী ঘোলা পূর্বাঞ্চল এলাকায় কানুদা ওরফে কানাইলাল দের বাড়ি । এই ব্যক্তি পানিহাটি পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করতেন । ২০২০ সালে অবসর নেন পানিহাটি পৌরসভা থেকে । তিনি জানান ,"এই বিষয়ে তিনি কিছুই জানেন না । তার নাম এই বিষয়ে কেন আসছে তিনি তা বলতে পারবেন না" ।

North24Paragana1

Mar 21 2023, 10:43

*অয়নের দুর্নীতেতে নাম জড়ালো অবসরপ্রাপ্ত পানিহাটি পৌরসভার এক কর্মীর*


উত্তর ২৪ পরগনা: শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ অয়ন শীল কে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা দীর্ঘক্ষণ জেরা করার পর ৬০ টি পৌরসভার নাম উঠে এসেছে । এই ৬০ টি পৌরসভার মধ্যে বারাকপুর শিল্পাঞ্চলের উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি ও হালিশহর পৌরসভায় অভিযোগ অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল । পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ২০১৬ সালে কানুদা নামে একজন ৯৬ পাতার চাকরিপ্রার্থী তালিকার খসড়া পাঠিয়েছিল । খসড়া তালিকায় তার নাম ছিল। এই কানুদা নামে ব্যক্তির খোঁজ করতে গিয়ে জানা যায়,পানিহাটী ঘোলা পূর্বাঞ্চল এলাকায় কানুদা ওরফে কানাইলাল দের বাড়ি । এই ব্যক্তি পানিহাটি পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করতেন । ২০২০ সালে অবসর নেন পানিহাটি পৌরসভা থেকে । তিনি জানান ,"এই বিষয়ে তিনি কিছুই জানেন না । তার নাম এই বিষয়ে কেন আসছে তিনি তা বলতে পারবেন না" ।

North24Paragana1

Mar 20 2023, 16:39

প্রয়াত নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ অধিকারীর


উত্তর ২৪ পরগনা:প্রয়াত হলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর তরুণ অধিকারী। ১৯৮৭ সালে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক হিসেবে স্বনামধন্য ছিলেন তিনি।

সোমবার সকালে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডঃ তরুন অধিকারী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আর তার এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় নেমে এসেছে চোখের ছায়া। সোমবার এই খবর পাওয়া মাত্রই সকাল থেকে তার গুনমুগ্ধরা তার বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান।

North24Paragana1

Mar 19 2023, 19:37

ভারত-বাংলাদেশ সীমান্তে ২.৭৮ কোটি টাকারও বেশি মূল্যের ৪০ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বি এস এফ


 

উত্তর ২৪ পরগনা: আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে ৪ কেজি ৬৬৭ গ্রাম ওজনের ৪০ টি সোনার বিস্কুট সহ ট্রাক ড্রাইভারি করা এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।তার বর্তমান বাজার মূল্য ২,৭৮,৫৭,৫৬১/- টাকা।

কর্তব্যরত জওয়ানরা গোপন সংবাদ পান, যে এক ট্রাক চালকরুপি চোরাকারবারী আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে চলেছে। অবিলম্বে, বিএসএফ আধিকারিকদের নির্দেশ অনুসারে জওয়ানরা একটি অনুসন্ধান দল গঠন করে। এর কিছুক্ষণ পর এক সন্দেহভাজন বাংলাদেশি ট্রাক আইসিপি পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ অনুসন্ধান দল তল্লাশির জন্য ওই ট্রাকটিকে থামায়। ওই ট্রাকে করে বাংলাদেশ থেকে ভারতে মাছ আনা হচ্ছিল। জওয়ানরা পুরো ট্রাকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশিকালে মাছের বাক্সের নিচে থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জওয়ানরা অবিলম্বে ট্রাক এবং সোনা সহ ট্রাক চালককে আটক করে। এবং জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। গ্রেফতারকৃত পাচারকারীর পরিচয় সুশংকর দাস, জেলা সাতক্ষীরা, বাংলাদেশ বলে জানা যায়।

 জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানায়, সে ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছে। সে আরও জানান, আজ ট্রাকের মালিক সাতক্ষীরার বাসিন্দা সফিকুল ইসলাম, রয়েস ইন্টারন্যাশনাল, সাতক্ষীরা থেকে এই ট্রাকে মাছ বোঝাই করেছিল। এরপর ভারতে আসার পর এসব মাছ কলকাতার বাবা ইন্টারন্যাশনালের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু আইসিপি পেট্রাপোলে বিএসএফ অনুসন্ধান দল তল্লাশির সময় তাকে সোনার বিস্কুট সহ আটক করে নেয়।

আটক পাচারকারীকে সোনার বিস্কুট ও ট্রাকসহ কাস্টম অফিস, পেট্রাপোলের হতে তুলে দিয়েছে ।

North24Paragana1

Mar 19 2023, 19:35

আইএসএফ থেকে তৃণমূলে যোগদান ২০০০ কর্মীর


উত্তর ২৪ পরগনা: আইএসএফ সাধারণ মানুষদের জন্য কোন উন্নয়ন করে না। বাংলায় যা উন্নয়ন করার তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। সেই কারণেই আমরা আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আইএসএফের বিরুদ্ধে এমনটাই মন্তব্য করলেন আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান করা কর্মীরা।

রবিবার মিনাখাঁ ব্লকের মিনাখাঁ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কুমারজোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জায়গায় রেলি ও ছোট ছোট পথসভা হয়। মিনাখাঁ অঞ্চল ও কুমারজোল অঞ্চলের বিভিন্ন জায়গায় কয়েকশো মোটরবাইক নিয়ে রেলি করেন ও ছোট ছোট পথসভা করেন তৃণমূলের কর্মীরা। এদিন মিনাখাঁ অঞ্চলের পশ্চিম জয়গ্রাম, নলফা, কুমারজোল অঞ্চলের তেঁতুলবেড়িয়া, বরআবাদ,ভটকা সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান করেন। মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, যুব তৃণমূলের সভাপতি শরিফুল হক চৌধুরী, সম্পাদক মমতাজুল হক এর হাত ধরে এদিন বিভিন্ন জায়গায় ছোট ছোট পথসভায় আইএসএফ কর্মীরা তৃণমূলে যোগদান করেন।

যোগদান কারী আইএসএফ কর্মীদের দাবি আইএসএফ একটা সাম্প্রদায়িক দল। ধর্মের নামে ওরা সাধারণ মানুষদের বিভক্ত করছে, ওরা কোন উন্নয়ন করতে পারছে না। বাংলায় শুধু উন্নয়ন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ আমরা আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলে যোগদান করে সাধারণ মানুষদের পাশে দাঁড়াবো।

North24Paragana1

Mar 19 2023, 19:33

বারুনী মেলা উপলক্ষ্যে ঠাকুর বাড়িতে বিজেপি সাংসদ


উত্তর ২৪ পরগনা: বারুনী মেলা উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার।এদিন তিনি বলেন,"আমি সাংসদ হিসেবে নয়, আমি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ হিসেবে পূণ্য অর্জনের জন্য এই তিথিতে ঠাকুরবাড়িতে সামিল হয়েছি।রাজ্য পুলিশের নিরাপত্তা নেই বললেই চলে মতুয়ার মেলায়"।

এদিন তিনি আরও বলেন মানুষ চোরকে চায়না এই ভাষায় আক্রান্ত তৃণমূলকে। আগামী দিনে তৃণমূলের সবাইকে জেলে যেতে হবে দিল্লির।জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার প্রসঙ্গে বলেন ,যে দলেই হোক অন্যায় করলে শাস্তি পাবে।

চাকরি চুরি প্রসঙ্গে বলেন,এই সরকার যোগ্যদের চাকরি দেয়নি।টাকার বিনিময়ে চাকরি দিয়েছে।মমতার শুভেচ্ছাবার্তা নিয়ে জগন্নাথ সরকার বলেন,"মমতা যা করে ভোটের জন্য করে। শুধুমাত্র মতুয়ারা নয়, জনতা সব জেনে গিয়েছে"।

North24Paragana1

Mar 19 2023, 16:43

খড়দহ ব্লক INTTUC' র সভাপতি বদল


উত্তর ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে সম্প্রতি বিভিন্ন স্তরের পদাধিকারীদের হুঁশিয়ারী দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। দলীয় কর্মীদের পক্ষ থেকে সংগঠনকে আরো ঢেলে সাজানোর পদ্ধতি শুরু হয়েছে। ঠিক সেইভাবেই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ শ্যাম, খড়দহ শহর INTTUC র দায়িত্ব দিলেন গোপাল সাহাকে ও খড়দহ ব্লক INTTUC সংগঠনের দায়িত্ব দিলেন পিন্টু বিশ্বাসকে। খড়দহের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখে শ্রমিকদের স্বার্থে পঞ্চায়েত ভোটের আগে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন নব বির্বাচিত দুই সভাপতি।

   

    পদ পাওয়ার পরই খড়দহ বিধায়কের প্রধান কার্যালয়ে দুই সভাপতিকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

North24Paragana1

Mar 19 2023, 16:42

অগ্নিদত্ত অবস্থায় মৃতদে উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ


উত্তর ২৪ পরগনা: অশোকনগর ১৭ নম্বর ওয়ার্ডে ভারতী স্কুলের পাশেই অলক কুন্ডুর বাড়ি তার স্ত্রী রুপা কুন্ডু একাই থাকতো বাড়িতে। কর্মসূত্রে অলোক কুন্ডু বাইরে থাকতে। আজ সকালে পাড়ার প্রতিবেশীরা দেখে রুপা কুন্ডু বাড়ি থেকে বেরোচ্ছে না এবং ঘরের ভিতর থেকে ওরা গন্ধ বেরোচ্ছে তৎক্ষণাৎ পাড়ার প্রতিবেশীরা দরজা ভেঙে দেখতে পায় অগ্নিদত্ত মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। এবং পাশেই পড়েছিল ৫ লিটারের কেরোসিনের যার। এবং আধার কার্ড প্যান কার্ড টেবিলের উপর রাখা ছিল। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অশোকনগর থানা পুলিশকে। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় রাজ্য সাধারণ হাসপাতালে। পাড়ার প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে কোন সন্তান না হওয়াতে মানসিক অবসাদে আত্মহত্যা করেছে।